আসসালামু আলাইকুম, ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে একটি Premium, User Management এবং Dashboard সহ লিংক শর্টেনার স্ক্রিপ্ট পেয়ে গেলাম। যা কিনতে গেলে মিনিমাম ১৭০ থেকে ১৮০ ডলার খরচ হয়। তাই ভাবলাম স্ক্রিপ্টটি নিয়ে ব্লগে একটা পোস্ট করা যাক। স্ক্রিপ্ট এর নাম Mighty URL Shortener।
যারা ইন্টারনেট ব্রাউজিং করেন তারা মোটামোটি Link Shortener এর সাথে পরিচিত। এর মাধ্যমে লম্বা সাপের মতো লিংককে ছোট ইদুঁরের সাইজের বানিয়ে ফেলা হয়। ধরুন, আপনার একটি ওয়েবসাইট আছে। ওয়েবসাইট এর কোনো পোস্ট বা কনটেন্ট এর লিংক মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়, তখন সেটা মনে রাখা বা শেয়ার করা সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই Link Shortener ব্যবহার করেন। কেমন হবে? যদি আপনার নিজেরই একটি Link Shortener ওয়েবসাইট থাকে যা থেকে আপনি সহজেই অ্যাড বসিয়ে আয় করতে পারবেন।
লিংক শর্টেনার কী?
লিংক শর্টেনার হলো এমন এক ধরনের ওয়েবসাইট যার মাধ্যমে কোনো লিংক কে ছোট বানানো হয় এবং অনেক সাইট রয়েছে যারা এর মাধ্যমে টাকা বা ডলার ইনকাম করে তা ইউজারদের কিছু অংশ প্রদান করে থাকে। যেমনঃ GPLinks, Adfly etc. । আপনার আয়ের কিছু পরিমাণ ইউজারদের দিয়ে দিলে আপনার সাইটের ব্যবহারকারী বাড়বে এবং আপনার আয়ও বাড়বে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন।
লিংক শর্টেনার থেকে উপার্জন
এক্ষেত্রে উপার্জন করা টা খুবই সহজ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ছাত্র-ছাত্রী আছেন যারা অবসর সময়ে এরকম সাইট থেকে টাকা ইনকাম করেন। Link Shortener কোম্পানীগুলো ১% টাকা বা তার চেয়েও কম টাকা ব্যবহারকারীদের দেয়। আপনি খবর নিয়ে দেখতে পারেন, আপনার এলাকার মধ্যে বা বন্ধুদের অনেকেই লিংক শর্টেনার ওয়েবসাইটগুলোতে কাজ করে টাকা আয় করছে।
আপনি অন্যের সাইটে কাজ না করে নিজেই এমন একটি সাইটের মালিক হয়ে এবং এডসেন্স এড লাগিয়ে এবং মার্কেটিং করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন।
শুধুমাত্র একটি ভালো হোস্টিং এবং ডোমেইন কিনলেই হবে। আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিপ্ট দেয়ার জন্যে আমি তো আছিই।
বৈশিষ্ট্য
★ Smart Targeting
★ Unlimited Members Plans
★ Payment Gateways
★ API Tools
★ Captcha System
★ Multi-Domain
★ Custom Redirect Page
★ Featured Administration Panels
★ Bundles
★ Password Protect
★ Social Media Counts
★ Display Websites Articles
★ Comments System
★ Blog System
★ Announcement System
★ Pages
★ Translation Ready
★ Multilanguage Ready
স্ক্রীপ্ট কীভাবে হোস্টিং সাইটে ইন্সটল করতে হয় এটা নিয়ে গুগলে একটু নাড়াচাড়া করলেই সমাধান পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনি ঠিকমতো ওয়েবসাইটের মার্কেটিং করতে পারলে আপনার আয় কয়েকমাসেই তিন থেকে চারগুণ বৃদ্ধি পাবে। আর যদি একবার সাইটটি পপুলার হয়ে যায়, তাহলে তো কেল্লাফতে।
2 Comments
vhai apnar kache ptc site er kono script thakle diben please.
ReplyDeleteI will try. Thank you very much
DeleteWrite your opinion