অনেকেই উইন্ডোজ ডিফেন্ডার কীভাবে ডিসেবল করতে হয় তা জানতে চান। কারণ, উইন্ডোজের এই ডিফেন্ডার মাঝে মাঝে আমাদের অনেক সমস্যায় ফেলে দেয়। বিভিন্ন গেইম বা সফটওয়্যার ওপেন করতে গেলে এই উইন্ডোজ ডিফেন্ডার এর কারণে সফটওয়্যার ঠিকমতো চালু হয় না। তাই আজ আমরা দেখবো কীভাবে উইন্ডোজ এর ডিফেন্ডার টি ডিসেবল করতে হয়।
তবে প্রয়োজন না হলে এটি বন্ধ করা উচিত নয়, কেননা, এটি আপনার কম্পিউটারকে ম্যালিসিয়াস বা ক্ষতিকর ফাইল থেকে রক্ষা করে। এটি বন্ধ করলে ভাইরাস সহজেই আপনার অজান্তে আপনার পিসি আক্রমণ করতে পারে। যাইহোক, চলুন শুরু করা যাক, আপনাদের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি।
➥ ১। আপনার পিসির কমান্ডটি চালু করুন। কী-বোর্ডের (WINDOWS + R) কী একসাথে প্রেস করলে রান কমান্ড চালু হবে। এবার এখানে gpedit.msc লিখে "OK" এ ক্লিক করুন।
➥ ৪। এখন ডান পাশে কিছু অপশন দেখা যাবে, সেখান থেকে "Turn off Windows Defender" এটিতে ক্লিক করুন। প্রাইমারীভাবে Not configured থাকবে, এটি Enabled করে Apply করে OK তে ক্লিক করুন।
উপরের স্টেপগুলো ঠিকমতো ফলো করলে, আপনি ডিফেন্ডার ডিসেবল করতে পারবেন। পুনরায় যদি এনাবল করতে চান, তাহলে ৪ নম্বর ধাপে গিয়ে "Disabled" এ ক্লিক করলেই ডিফেন্ডার এনাবল হয়ে যাবে।
আজ এই টুকুই। এমন আরো কম্পিউটার বিষয়ক সমস্যা এবং বিভিন্ন টিপস ও ট্রিকস জানতে ব্লগটি ফলো করুন। প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লেটেস্ট পোস্ট আপডেট পাওয়ার জন্য।
0 Comments
Write your opinion