বর্তমানে ইন্টারনেটে ব্রাউজিং বা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার
করেননি এরকম মানুষ পাওয়া অনেক কঠিন। গুগলের এই সেবা আমাদের প্রতিদিনকার বিভিন্ন
সমস্যা দূর করতে সাহায্য করছে। কখনো কী আপনার মাথায় এসেছে? কীভাবে গুগলের মতো
একটি সার্চ ইঞ্জিন বানানো যায়? আজকের এই পোস্টে আমি দেখাবো কীভাবে একদম
সহজভাবে আপনি নিজেই একটা সার্চ ইঞ্জিন বানাতে পারবেন।
সার্চ ইঞ্জিন
বানানো এত সহজ?
হ্যাঁ, আমরা এখানে গুগলের সার্চ
ইঞ্জিনটি ব্যবহার করবো। এটি বানানোর জন্য গুগলের কাস্টম সার্চ বক্সটিকে
জাভাস্ক্রীপ্ট এর মাধ্যমে কাস্টমাইজ করা হয়েছে। আপনার কোডিং এ কোনো দক্ষতা না
থাকলেও আপনি এটি বানাতে পারবেন।
আরো দেখুনঃ সার্চ ইঞ্জিন কী? এটি কীভাবে কাজ করে?
কিছুদিন আগে একটি ছেলে এমন একটি সার্চ
ইঞ্জিন বানিয়ে মিডিয়ায় ভাইরাল হয়েছিলো। তবে এখানে তার কোনো ক্রেডিট নেই। তাই আমি
চাই, আমাদের সবারই এরকম একটি সার্চ ইঞ্জিন থাকুক।
আর যদি আপনি সত্যিকারের সার্চ ইঞ্জিন
বানাতে চান, তাহলে আপনার কোডিং দক্ষতা থাকা দরকার। সেই সাথে জরুরী মোটা অংকের
বাজেট আর একটি ভালো টিম। এগুলো ছাড়া আপনি ভালো মানের সার্চ ইঞ্জিন বানাতে পারবেন
না। গুগল প্রতিবছর তাদের নিজেদের সার্চ ইঞ্জিনের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে।
আশা করি বুঝতে পেরেছেন।
সার্চ ইঞ্জিনটির
বৈশিষ্ট্য
এটির ডিজাইন অত্যন্ত সিম্পল এবং
রেস্পনসিভ। যেকোনো ডিভাইসে সহজেই ব্যবহার করা যাবে। এখানে গুগল ওয়েব সার্চ, ইমেজ, উইকিপিডিয়া, ইউটিউব ভিডিও,
টুইটার ইত্যাদি সবই সার্চ করা যাবে। নিচে কিছু ডেমো দেখুন, ডেমো দেখলে এটি সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হবে।
যাহোক বেশি কথা বলে ফেললাম। এবার শুরু করা যাক আসল কাজ।
![]() |
ডেমোঃ০১ |
![]() |
ডেমোঃ ০২ |
![]() |
ডেমোঃ ০৩ |
![]() |
ডেমোঃ ০৪ |
যাহোক বেশি কথা বলে ফেললাম। এবার শুরু করা যাক আসল কাজ।
কীভাবে তৈরী করবো?
প্রথমেই নিচে দেয়া ডাউনলোড বাটনে
ক্লিক করে সার্চ ইঞ্জিনের মেইন ফাইলটি ডাউনলোড করে নিন।
পাসওয়ার্ডঃ RIJONISTIC
ডাউনলোড করার পর ফাইলে ঢুকলে index.html নামে এই ফাইলটিই আপনার সার্চ ইঞ্জিনের ফাইল। এটিতে ক্লিক করলে আপনি সার্চ
ইঞ্জিনটি দেখতে পাবেন। এবার সার্চ করা শুরু করুন, আপনার নিজের সার্চ ইঞ্জিনে।
এটিকে সবার ব্যবহার উপযোগী করতে চাইলে এটিকে কোনো হোস্টিং সাইটে আপলোড করে দিন।
খুব শীঘ্রই কীভাবে ফ্রী হোস্টিং নেয়া যায়, সেই সম্পর্কে একটি পোস্ট দেবো।
আজ এ পর্যন্তই। পোস্টটি কেমন লাগলো তা
অবশ্যই জানাবেন। আগামীতে আরো ভালো ভালো পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। আপনার
যেকোনো গঠনমূলক পরামর্শ এই ব্লগকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। আল্লাহ
হাফেয।
3 Comments
থ্যাংক ইউ ভাইয়া, এমন আরো পোস্ট চাই ��
ReplyDeleteঅনেক ধন্যবাদ, আমি চেষ্টা করবো আরো ভালো ভালো পোস্ট দেয়ার।
Deleteখুশি খুশি লাগতেছে ����।
ReplyDeleteএরকম পোস্ট আরো চাই
Write your opinion