হ্যালো টেকি জনগণ,
আশা করি সবাই নিজেদের পরিবারের সাথে আছেন এবং সুস্থ আছেন। পোস্টের টাইটেল দেখে
নিশ্চয়ই বুঝেছেন আজ কী ট্রিকস শেয়ার করবো। হ্যা ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রীতে ইন্সটাগ্রামে
১০০ ফলোয়ার নেয়া যায়। এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করতে আমাদের লাগবে মাত্র এক মিনিট। এর মানে আপনি মাত্র এক
মিনিটেই ইন্সটাগ্রামে ১০০ জন রিয়েল ফলোয়ার পেয়ে যাবেন। তো বন্ধুরা বেশি কথা না
বাড়িয়ে শুরু করা যাক আমাদের ফলোয়ার নেয়ার মিশন।
নিচে ধারাবাহিক ভাবে সবগুলো
স্টেপ দেয়া আছে। স্টেপগুলো ঠিকমতো ফলো করুন।
১। প্রথমে এই লিংকে প্রবেশ করুন।
২। লিংকে ঢুকলে নিচের মতো একটি পেইজ দেখতে পাবেন, এখানে আপনার ইন্সটাগ্রাম ইউজারনেইম এবং যেকোনো একটি ইমেইল দিন। এবং ক্যাপচা কমপ্লিট করে
নিচের GET
FREE FOLLOWERS! এ ক্লিক করুন।
৩। এবার একটি পেইজ ওপেন হবে, যেখানে আপনাকে ৬০ সেকেন্ড
অপেক্ষা করতে হবে।
৪। ৬০ সেকেন্ড হয়ে গেলে আপনার ইমেইল একাউন্টে নিচের মতো একটি ভেরিফিকেশন
মেসেজ আসবে। Click Here To Verify এ ক্লিক করুন।
৫। একটি পেইজ ওপেন হবে। আমি একবার ফলোয়ার নিয়ে নিয়েছি, তাই এখন এমন মেসেজ শো করছে। তবে চিন্তা করবেন না, এই পেজটি ওপেন হলেই আপনার আইডিতে ফলোয়ার আসা শুরু করবে।
দেখুন, আমার ফলোয়ার পাওয়ার প্রমাণ।
এই সাইটটিতে ইন্সটাগ্রাম
পাসওয়ার্ড, ফোন নাম্বার বা ব্যক্তিগত কোনো তথ্য দেওয়া লাগে না। তাই সাইটটি একদম নিরাপদ। তবে আপনি এখান থেকে একটি
অ্যাকাউন্টে শুধু একবারই ফ্রীতে ফলোয়ার নিতে পারবেন। আরো ফলোয়ার চাইলে, আপনাকে ফলোয়ার কিনতে হবে।
তো আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে। ট্রিকসটি কেমন লাগলো, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন টেক টিপস পেতে
রিজনস্টিক ব্লগের সাথেই থাকুন।ধন্যবাদ।
2 Comments
পাইছি ভাইয়া 😍😍
ReplyDeleteNice post
ReplyDeleteWrite your opinion