হ্যালো ব্লগারস। আজকের এই পোস্টে আমি ৫
টি স্টাইলিশ, রেস্পন্সিভ এবং ইউজার ফ্রেন্ডলি কনটাক্ট ফর্ম শেয়ার করবো। যেগুলো
আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগের Contact Us পেইজ তৈরীতে ব্যবহার করতে পারেন। বুঝতেই পারছেন আজকের পোস্টটি অনেক
ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন দেখে নেয়া যাক অন্যতম সেরা কয়েকটি ব্লগার Contact
Us উইজেট।
কনটাক্ট ফর্মগুলোর বৈশিষ্ট্য
আজকের শেয়ার করা এই ফর্মগুলো দেখতে অনেক
বেশি প্রফেশনাল মনে হয়, রেস্পনসিভ। এগুলো ব্যবহার করলে আপনার সাইট আরো প্রফেশনাল
দেখাবে এবং ইউজাররা আপনার ব্লগের প্রতি ভালো মানসিকতা রাখবেন। কারণ, ব্লগের ডিজাইন
খারাপ হলে ভিজিটররা পুনরায় সেই ব্লগে নাও আসতে পারে।
ফর্মগুলোর প্রত্যেকটির কোড ২৪০ থেকে
৩০০ লাইন এর মধ্যে, তাই পোস্টের ভেতরে কোড দিলে ঝামেলার ব্যাপার এবং পোস্টটি অনেক
বড় হয়ে যাবে। তাই আমি শুধু কন্টাক্ট ফর্মের ডেমো এবং কোডগুলোর ডাউনলোড লিংক দিয়ে
দিলাম। পছন্দমতো কোডের ফাইল ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিয়ে কোডগুলো আপনার
ব্লগের পেইজে পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে।
এই পোস্টটি দেখুনঃ কীভাবে ব্লগারে কাস্টম CONTACT US পেইজ তৈরী করতে হয়?
➥Gradient
১ নাম্বার টা ভালো লেগেছে। অ্যানিমেটেড হওয়ার কারণে অ্যাট্রাকটিভ লাগে!
ReplyDeleteধন্যবাদ
Deleteঅসাধারণ, আরো উন্নতি করো এই শুভকামনা করি। ❤
ReplyDeleteধন্যবাদ ভাই
Deletevhai, PC on korle display ashe,,then hang hoye jay..eta kivabe fix korbo??
ReplyDeleteএটা নিয়ে একটা পোস্ট অলরেডি ব্লগে আছে। দেখে আসুন
DeleteWrite your opinion