স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ইংরেজি ভাষা নিয়ে মারাত্মক ভয় কাজ করে। তবে আমরা কী কখনো লক্ষ্য করেছি? যে আমাদের হাতের স্মার্টফোনটির মাধ্যমে আমরা সহজেই ইংরেজীতে দক্ষ হয়ে উঠতে পারি। গুগল প্লে স্টোরে বিশাল অ্যাপের মধ্যে এমন অনেক অ্যাপ আছে যেসব ব্যবহার করে তুমিও ইংরেজীতে দক্ষ হয়ে উঠতে পারো। অ্যাপ ব্যবহার করে তোমার প্রিয় স্মার্টফোনকে বানিয়ে ফেলো ইংরেজি শেখার সেরা অস্ত্র! আজকের পোস্টে এমন কিছু সেরা অ্যাপ শেয়ার করবো যা ইংরেজি ভাষায় তোমার ভয়কে জয় করতে সাহায্য করবে।
চলতে ফিরতে সবসময়ই আমাদেরকে সাথে থাকে আমাদের প্রিয়
মুঠোফোনটি। ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক, ইন্সটাগ্রামে
অযথা সময় নষ্ট না করে ব্যবহার করতে পারো এমন দারুণ কিছু অ্যাপ, যা তোমার প্রতিদিনের কাজগুলোকে সহজ করে তুলবে। কখনো ভেবে দেখেছো কি? শুধু বিনোদনের জন্যই
নয় বরং ক্রিয়েটিভ বিভিন্ন কাজে কিংবা দক্ষতা বৃদ্ধিতে স্মার্টফোনের কোনো জুড়ি নেই!
তাহলে চলো দেখে নেই ইংরেজী শেখার সেরা ৫ টি অ্যাপ এবং তাদের কিছু বৈশিষ্ট্য।
# Busuu
বুসু একটি জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ। এটি কিছুটা ঐতিহ্যবাহী বা পুরাতন পদ্ধতি ব্যবহার করে। তুমি এই অ্যাপটিতে ইংরেজী গ্রামার, বানান, শব্দ, বাক্যাংশ এবং কথোপকথন শিখতে পারবে। অ্যাপটিতে অ্যাকসেন্ট প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি অফলাইনে ইংরেজী
শিখার অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে অন্যতম একটি। ইংরেজী শেখা শুরু করার জন্য তুমি বিনামূল্যে এই অ্যাপটি ব্যবহার করতে পারো। অ্যাপটি নিজেই তোমার বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে। নতুনদের জন্য এই অ্যাপ্লিকেশনটি অনেক কার্যকরী।
# Duolingo
ডিউলিঙ্গো হল অন্যতম সেরা ফ্রি ইংরেজি শেখার
অ্যাপ্লিকেশন। এটি মোট দুই ডজনেরও বেশি ভাষা সমর্থন
করে এবং ইংরেজি এর মধ্যে একটি। ডিউলিঙ্গো ভাষা
শিক্ষার জন্য একটি মজাদার পদ্ধতি ব্যবহার করে। শিক্ষার্থীরা বিভিন্ন গেইম খেলার মাধ্যমে
গ্রামার, বানান, শব্দভান্ডার ইত্যাদি শিখতে পারে। সুতরাং, এটি অন্যান্য অ্যাপগুলির চেয়ে কিছুটা রঙিন এবং মজাদার। এটি অবশ্যই ইংরেজী শেখার অ্যাপগুলির মধ্যে একটি যা আমরা ছোট থেকে বড় সকলের
জন্যই আনন্দদায়ক এবং কার্যকরী।
# Google Translate
গুগল ট্রান্সলেট ছাত্র-ছাত্রী এবং ভ্রমণকারীদের
জন্য একটি দুর্দান্ত অ্যাপ। অ্যাপটিতে তিনটি
প্রধান বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রথমটি হ'ল টেক্সট-টু-টেক্সট
অনুবাদ। এটি অনলাইনে 103 টি ভাষা এবং অফলাইনে
59 টি ভাষা নিয়ে কাজ করে।
- এই পোস্টটি দেখতে পারোঃ গুগল ট্রান্সলেট এর মতো ওয়েবসাইট তৈরীর সম্পূর্ণ টিউটোরিয়াল।
অ্যাপটি রিয়েল টাইমে কথা বলারও অনুবাদ করে। তোমার শব্দভাণ্ডার এবং রচনা অনুশীলনের জন্য এটি একটি দুর্দান্ত সফটওয়্যার। এছাড়া তুমি এই অ্যাপে থাকা ফিচারের মাধ্যমে তোমার ফোনের ক্যামেরা দিয়ে
কোনো লেখার ছবি তুললে এই অ্যাপটি সেই লেখা অনুবাদ করে দিতে পারে। অ্যাপটির
বৈশিষ্ট্য এবং আকর্ষনীয় ফিচার এর জন্য অনেকের কাছেই এই অ্যাপটি তুমুল জনপ্রিয়।
# HelloTalk
এই অ্যাপটি ব্যবহারকারীকে ভাষা শেখানোর জন্য একটি সামাজিক
নেটওয়ার্ক ব্যবহার করে। তুমি এখানে অন্য
দেশের মানুষের সাথে যুক্ত হতে পারো। তারা তোমাকে তাদের
ভাষা এবং তুমি তাদেরকে তোমার নিজের ভাষা শেখাতে পারো। এটি ইংরেজিতে সংলাপ, শব্দভাণ্ডার এবং
এমনকি ব্যাকরণ এ উন্নতি করতে সাহায্য করে। তোমার ক্লাসের বিরক্তিকর ইংরেজী লেকচারের থেকে এই অ্যাপে তুমি আরো আনন্দের
সাথে ইংরেজী শিখতে এবং অন্যকে শেখাতে পারো। অ্যাপ্লিকেশনটি
100 টিরও বেশি ভাষা সমর্থন করে এবং এতে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ ইত্যাদি
পাঠানোর সুবিধা রয়েছে। আমি এটিকে ইংরেজী
শেখার মাধ্যমিক পর্যায় হিসাবে ব্যবহারের পরামর্শ দিচ্ছি।
# Babbel
এই অ্যাপটি ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা বৃদ্ধিতে
সাহায্য করে। আমরা অনেকেই ইংরেজিতে প্রেজেন্টেশন
দিতে কিংবা বক্তৃতা দিতে ভয় পাই কিংবা পারি না। এক্ষেত্রে এই অ্যাপটি তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। অনুশীলনীগুলো এমনভাবে সাজানো যাতে একজন ব্যবহারকারী নিজের পরিচয় দেয়া থেকে
শুরু করে খাবার অর্ডার করা, ভ্রমণের ব্যবস্থা
করা ইত্যাদি সকল কাজে সাবলীল্ভাবে ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবে। ব্যাকরণে পারদর্শী হতে ও শব্দভাণ্ডার বৃদ্ধি করতে এই অ্যাপের জুড়ি নেই!
এটি ২০১৫ সালে “গুগল প্লে”
এর সেরা অ্যাপগুলোর মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত
হয়।
এই ছিলো ইংরেজী শেখার জন্য সেরা কয়েকটি অ্যাপ ও
তাদের বৈশিষ্ট্য। এগুলো ছাড়াও ইন্টারনেটে ইংরেজী শেখার আরোও হাজার হাজার অ্যাপ
খুজে পাওয়া যাবে। তবে আপনি যদি ইংরেজী শেখা শুরু করতে চান বা ইংরেজীতে মোটামোটি
পারদর্শী হন, তাহলে উপরের এই ৫ টি অ্যাপ আপনাকে ইংরেজীতে আরোও দক্ষ করে তুলবে বলে
আমি মনে করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের পরিকল্পনা ও ইচ্ছাশক্তি। আপনার
ইচ্ছাশক্তি থাকলে আপনি অবশ্যই ইংরেজীতে পন্ডিত হতে পারবেন।
0 Comments
Write your opinion