হ্যালো টেকি জনগণ, আজ একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে একটি ছোট অ্যাপ দিয়ে আপনারা ফেসবুকে কার সাথে কয়টি চ্যাট করেছেন,আপনার চ্যাট লিস্টের প্রথমে কে আছে এসবের লিস্ট দেখতে পাবেন। ইন্টারেস্টিং না?
ফেসবুকে তো আমরা সবাই চ্যাট করি, কিন্তু কার সাথে কতগুলো চ্যাট করলাম, কে আমাদের টপ চ্যাট লিস্টে আছে সেগুলোর হিসাব আমরা কখনো করি না। আর করবোই বা কীভাবে? ফেসবুক তো নিজ থেকে এমন কোনো সুবিধা দেয় নি। তাই আজ আমরা ব্যবহার করবো একটি থার্ড পার্টি অ্যাপ যেটি দিয়ে আমরা চ্যাট লিস্টের তথ্য গুলো সহজেই পেতে পারি। অ্যাপটি সম্পর্কে অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট।
অ্যাপের নামঃ Top Friends
অ্যাপটি ৫ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। এবং এতে হাজার হাজার পজেটিভ রিভিউ আছে। আপনি চাইলে সরাসরি দেখে নিতে পারেন। তাই আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হওয়ার চান্সই নেই।
কীভাবে টপ চ্যাট লিস্ট দেখবো?
↪ অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপে ঢুকে আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। চিন্তার কোনো কারণ নেই, আইডির কিছু হবে না।
↪ এখন আপনি যাদের সাথে সবচেয়ে বেশি চ্যাট করেছেন, তাদের লিস্ট দেখতে পাবেন। আপনি চাইলে "SETTINGS" থেকে কয়জন ফ্রেন্ড দেখতে চান, তা সিলেক্ট করতে পারেন। এবার FINISH! এ ক্লিক করুন।
Write your opinion