যে ৫ টি অ্যাপ দিয়ে পড়াশোনা হবে আরো সহজে!

স্টুডেন্টদের জন্য সেরা ৫ টি অ্যাপ, পড়ালেখাকে সহজ করার সেরা অ্যাপ, Khan Academy, Udemy, Best 5 Learning App,

কিছুদিন আগেও স্মার্টফোন ছাত্রছাত্রীদের জন্য অপকারী বস্তু হিসেবে মনে করা হতো। কিন্তু করোনা মহামারীর এ সময়ে সব স্কুল, কলেজ বন্ধ থাকায় স্মার্টফোন ব্যবহার করেই বেশিরভাগ শিক্ষার্থীরা অনলাইন ক্লাস এবং বিভিন্ন এডুকেশনাল অ্যাপের মাধ্যমে নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

ইংরেজীতে একটি প্রবাদ আছে, " প্রতিটি মেঘের একটি রুপালী আস্তরণ থাকে "। এডুকেশনাল অ্যাপগুলোকে স্মার্টফোনের রুপালী আস্তরণ বলা যেতে পারে। এটি স্মার্টফোনকে ভার্চুয়াল ক্লাসরুমে পরিণত করছে যা ছাত্রদের শেখার জন্য অনেক সহজ এবং উপভোগ্য।

আজকের এই আর্টিকেলে কয়েকটি জনপ্রিয় এবং উন্নত লার্নিং ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো। একদম বিনামূল্যে যে কেউ এগুলো ব্যবহার করতে পারবেন। আপনার সিটবেল্টটি আটকে দিন। আমরা এখন জ্ঞানের সাগরে ডুব দিতে চলেছি...

 
 Khan Academy
  খান একাডেমী এডুকেশনাল অ্যাপের তালিকায় শীর্ষে আছে। আপনি হয়তো জানেন না, এই অ্যাপের প্রতিষ্ঠাতা সালমান খান একজন বাংলাদেশী বংশোদ্ভুত। অ্যাপটিতে গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, অর্থনীতি এবং আরও অনেক প্রচলিত বিষয়ের উপর ১০,০০০ টিরও বেশি ভিডিও রয়েছে। অ্যাপটির লক্ষ্য ছিলো বিশ্বজুড়ে সকলের জন্য একটি বিনামূল্যের এবং বিশ্বমানের শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরী করা। এবং তারা এটি ঠিকমতোই করতে পেরেছে।

সমস্ত ভিডিও টিউটোরিয়াল আকারে। একজন শিক্ষক ভার্চুয়াল ব্ল্যাকবোর্ডে পাঠের বিষয়গুলো লিখে বর্ণনা করেন। খুব সহজ, তাই না?


❷ Photomath
   গণিত অনেক শিক্ষার্থীর কাছে বরাবরই একটি ভয়ের বিষয়। ফটোম্যাথ ব্যবহার করে সেই ভয় কাটিয়ে ওঠা যাবে। যে কোনো জটিল গাণিতিক সমস্যা সমাধান করা যাবে এই অ্যাপ দিয়ে।

ফটোম্যাথে শেখার প্রক্রিয়াটি বেশ সহজ। আপনি হাতে লেখা বা মুদ্রিত প্রশ্নের একটি ছবি তোলার পর অ্যাপটি আপনাকে শেখায় যে কীভাবে ধাপে ধাপে ব্যাখ্যা এবং নির্দেশাবলীর মাধ্যমে এই প্রশ্নগুলো সমাধান করা যায়। বিভিন্ন পরিসংখ্যান ফটোম্যাথকে শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা শিক্ষামূলক অ্যাপ্লিকেশন হিসাবে তালিকাভুক্ত করেছে।


❸ Sololearn
   কোডিং বা প্রোগ্রামিং শিখতে চাইলে Sololearn আপনার জন্য একটি স্বর্গ। এখানে জাভা, পাইথন, সি ++, সুইফ্ট, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ইত্যাদির মতো বিভিন্ন ভাষার জন্য প্রচুর ফ্রী কোডিং টিউটোরিয়াল রয়েছে। অ্যাপটিতে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের দক্ষ-অদক্ষ প্রোগ্রামারদের সাথে যুক্ত হতে পারবেন। কোডিং এ উৎসাহী হয়ে থাকলে, অ্যাপটি আপনাকে অনেক সাহায্য করবে।


❹ Udemy
  Udemy অন্যতম জনপ্রিয় কোর্স শেখার অ্যাপ্লিকেশন। এতে Adobe Apps, Microsoft Apps র মতো বিষয়ের উপর অনেক কোর্স আছে। এছাড়াও এতে প্রযুক্তি ও ব্যবসায় থেকে শুরু করে ড্রয়িং, লেখালেখি, যোগ ব্যায়াম ইত্যাদি বিষয় সম্পর্কিত ১৩০,০০০ এর বেশি ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনি যদি কোনো বিষয় না বোঝেন তবে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। শিক্ষার্থীদের এবং ট্রেইনারদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন।

উডেমির বেশিরভাগ কোর্সই বিনামূল্যে পাওয়া যায়। তবে অনেকগুলো পেইড কোর্সও রয়েছে।


 edX
  অনেক ছাত্র-ছাত্রীদের Harvard, MIT, Columbia এর মতো বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স করার স্বপ্ন থাকে। কিন্তু এটি মোটেও সহজ কাজ নয়। edX অ্যাপটি আপনার স্বপ্ন পূরণ করতে পারে। অদ্ভুত মনে হচ্ছে? অ্যাপটিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিউটার সাইন্স, বিজনেস স্টাডিস, ইঞ্জিনিয়ারিং এবং আরো অনেক বিষয়ের ওপর ২০০০ এর বেশি কোর্স রয়েছে।

কোর্সগুলো ঠিকমতো কমপ্লিট করার পর আপনি সার্টিফিকেট এবং ক্রেডিট পাবেন, যা আপনার প্রফেশনাল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ছিলো কিছু বেস্ট ফ্রী এডুকেশনাল অ্যাপ যা স্টুডেন্টদের ব্যক্তিগত পড়াশোনায় অনেক সাহায্য করবে।

আমার মতে, সব ছাত্র এক নয়। কেউ ২ বার পড়ে মুখস্থ করতে পারে, কেউ আবার ১০ বার পড়ে মুখস্থ করে। অনেকে অতিরিক্ত পড়ার চাপ হজম করতে পারে, অনেকে পারে না। তাই তাদেরকে তাদের মতো করেই বুঝতে ও শিখতে দেয়া উচিত। এডুকেশনাল অ্যাপগুলো ঠিক এই কাজটিই করে থাকে। তারা ৭ টি ভিন্ন পদ্ধতিতে ছাত্রদের শেখায়।


এছাড়া বেশিরভাগ অ্যাপই ছাত্র, শিক্ষক এবং পিতামাতার মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সাহায্য করে। যার ফলে এডুকেশনাল অ্যাপগুলো সকলের কাছে এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !