↪ এখন আপনি প্রশ্ন করতে পারেন, ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করলে ওয়েবসাইটের কী হবে? এটা কী আগের মতোই থাকবে?
হ্যাঁ, ওয়েবসাইট আগের মতোই থাকবে। অ্যাপটিকে শুধু ওয়েবসাইটের একটি শো-কেস কল্পনা করতে পারেন। আপনি আগের মতোই ব্রাউজারে ওয়েব অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আবার অ্যাপের মাধ্যমেও ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।
➦ কীভাবে ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করতে হয়?
➥ প্রথমে এই লিংকে ক্লিক করুন। APPMAKER
➥ এখন ব্রাউজারে নিচের ছবির মতো একটি পেইজ ওপেন হবে। " Create Now " তে ক্লিক করুন।
➥ এবার এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করুন।
➥ সাইন আপ করা হয়ে গেলে নিচের ছবির মতো একটি পেইজ দেখা যাবে। এখানে অ্যাপের নাম, ওয়েবসাইটের অ্যাড্রেস, অ্যাপ আইকন দিয়ে " Next " এ ক্লিক করুন।
➥ এখান থেকে "SHOW TOOLBAR" অপশনটি আনচেক করে SUBMIT এ ক্লিক করে দিন।
➥ নিচের মতো পেইজ আসলে আপনার অ্যাপ বানানো কমপ্লিট।
➥ এবার PREVIEW তে ক্লিক করে " Download app file " থেকে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন।
➦ ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করার সুবিধা
আপনি দেখবেন যে ইউটিউব, ফেসবুক, গুগল এদের সবারই কিন্তু ওয়েবসাইট আছে। পাশাপাশি তারা অ্যাপের মাধ্যমেও কাজ করে। আপনি যদি নতুন হন, আর অ্যাপ বানানোর পেছনে টাকা খরচ করতে না চান, তাহলে আপনার ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করতে পারেন।
আজ এই পর্যন্তই। ওয়েবসাইটকে অ্যাপ বানানোর বিষয়ে আরো কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করুন।
thanks for sharing this blog help me crate my fast apps
ReplyDeleteYou are most welcome! Stay Tuned
DeleteWrite your opinion