পিসি বিল্ড করার আগে অনেকেই কম্পোনেন্ট বাছাই করা নিয়ে
কনফিউশনে পড়েন। আর আপনার বাজেট যদি হয় ২০ হাজার টাকা, তাহলে ব্যাপারটা আরো কঠিন
হয়ে দাঁড়ায়। আপনার কঠিন সিদ্ধান্তকে সহজ করতেই আজকের এই পোস্ট।
এর আগে আমরা ৩০ হাজার টাকায় গেমিং পিসি নিয়ে একটি পোস্ট
দিয়েছিলাম। চাইলে পোস্টটি দেখতে পারেনঃ ৩০ হাজার টাকায় বেস্ট বাজেট গেমিং পিসি
আজকের পোস্টে আমরা শুধুমাত্র পিসি বিল্ড করবো। কেননা, এই টাইট বাজেটে মনিটরসহ পুরো ডেস্কটপ বিল্ড করা অসম্ভব। ২০ হাজার টাকার মধ্যে সেরা কম্পোনেন্ট এবং ভবিষ্যৎ আপগ্রেড এর কথা মাথায় রেখেই পিসিটি বিল্ড করা হয়েছে। সময় এবং অবস্থানভেদে দাম কমবেশি হতে পারে। তাই কেনার আগে খোঁজখবর নিয়ে নেবেন।
আজকের পোস্টে আমরা শুধুমাত্র পিসি বিল্ড করবো। কেননা, এই টাইট বাজেটে মনিটরসহ পুরো ডেস্কটপ বিল্ড করা অসম্ভব। ২০ হাজার টাকার মধ্যে সেরা কম্পোনেন্ট এবং ভবিষ্যৎ আপগ্রেড এর কথা মাথায় রেখেই পিসিটি বিল্ড করা হয়েছে। সময় এবং অবস্থানভেদে দাম কমবেশি হতে পারে। তাই কেনার আগে খোঁজখবর নিয়ে নেবেন।
বিল্ডটিতে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি ASRock A320M-HDV R4.0। এটি
এই বাজেট রেঞ্জে বেস্ট মাদারবোর্ড মনে হয়েছে। মাদারবোর্ডটিতে ৩২ গিগাবাইট পর্যন্ত ডুয়াল চ্যানেল DDR4 রেম ব্যবহার করা যাবে। এছাড়া এতে USB 3.1 রয়েছে।
মাদারবোর্ডটির দামঃ ৫ হাজার ৯০০ টাকা
বাজেট আরেকটু বাড়াতে পারলে আরো ভালো মানের
মাদারবোর্ড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ASUS
EX-A320M-GAMING বোর্ডটি রেকমেন্ড করছি।
প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করবো AMD Athlon 3000G।
প্রসেসরটির বেইস ফ্রিকুয়েন্সি 3.5 GHz। এতে আছে বিল্ট ইন গ্রাফিক্স Radeon RX Vega 3। এছাড়া বাজেট আরেকটু বাড়িয়ে AMD Ryzen 3 1300X প্রসেসরটি নেয়া যেতে পারে।
প্রসেসরটির দামঃ ৬ হাজার ৯০০ টাকা
কেন আমরা ইন্টেলের প্রসেসর ব্যবহার করছি না?
এর কারণ হলো, AMD Athlon 3000G এ পাচ্ছি ভেগা ৩ গ্রাফিক্স। তাই আপনি ডেডিকেটেড কোনো
গ্রাফিক্স কার্ড ছাড়াই প্রফেশনাল কাজগুলো করতে পারবেন।
অন্যদিকে ইন্টেলের প্রসেসর ব্যবহার করলে আলাদা গ্রাফিক্স কার্ড
ব্যবহার করতে হতো। কারণ, ইন্টেলের ইন বিল্ট HD গ্রাফিক্স দিয়ে প্রফেশনাল কাজগুলো করা যায় না।
বর্তমানে পিসিতে ৪ জিবির কম র্যামে কাজ করা প্রায় অসম্ভব। আর
আপনি যদি ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ বা গেমিং করতে চান, তাহলে ৮ জিবির কম র্যাম নিলে বিপদে পড়বেন।
এই বিল্ডে র্যাম হিসেবে সিলেক্ট করেছি Geil Evo Spear এর ৪
জিবির দুইটি DDR4 র্যাম, যার বাস স্পীড 2666
MHz। এছাড়া বাজেট সামান্য বারিয়ে Corsair Vengeance LPX র্যামও নেয়া যেতে পারে।
প্রতিটি রেমের দামঃ ২ হাজার ২০০ টাকা
টাইট বাজেট হওয়াতে বিল্ডটিতে হার্ডডিস্ক ড্রাইভের বদলে ১২০
জিবি ADATA SU650 M.2 এসএসডি ড্রাইভ ব্যবহার
করছি।
এসএসডির দামঃ ২ হাজার ৪০০ টাকা
যদি ১২০ জিবি ড্রাইভ কম মনে হয় তাহলে ২৪০ জিবি ড্রাইভ নিতে
পারেন। এতে বাজেট ক্রস হবে। আপনার আরো বেশি স্টোরেজ দরকার হলে Seagate BarraCuda বা Toshiba এর ১
টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ নিতে পারেন। এগুলো ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে
হতে পারে।
➦ ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই
ক্যাসিং হিসেবে পিসিতে ব্যবহার করছি MaxGreen 2810BG ATX Casing। ক্যাসিং এর সাথে ৪৫০ ওয়াটের একটি ননব্র্যান্ড পাওয়ার সাপ্লাই পাবেন।
আপাতত এই নন ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই দিয়েই কাজ চালাতে হবে। আপনি যদি বাজেট
বাড়াতে চান তাহলে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনতে পারেন।
ক্যাসিং হলো ব্যক্তিগত পছন্দের ব্যাপার। তাই আপনার পছন্দমতো বাজেটের সাথে মিল রেখে যেকোনো ধরনের ক্যাসিং কিনতে পারেন। তবে খেয়াল রাখবেন যেনো ক্যাসিং এর ভেন্টিলেশন সিস্টেম ভালো থাকে
ক্যাসিংয়ের দামঃ ২ হাজার ২৫০ টাকা
➥ বিল্ডের মোট দামঃ
প্রসেসর –
৬৯০০ টাকা
মাদারবোর্ড –
৫৯০০ টাকা
রেম –
৪,৪০০ টাকা
স্টোরেজ – ২৪০০ টাকা
কেসিং –
২,২৫০ টাকা
মোট দাম – ২১৮৫০ টাকা
* মার্কেট রিসার্চ এবং দামাদামী করে কিনতে পারলে ২০ হাজারে
পেয়ে যাবেন।
➥ বেঞ্চমার্ক
‣ Cinebench
R20 – 390 (Single
- Core); 1481 (Multi-Core)
‣ Cinebench
R15 – 154 (Single
- Core); 605 (Multi-Core)
‣ Geekbench 5
– 890 (Single
- Core); 2900 (Multi-Core)
‣ Temperature
– 37 Degree
Celsius (Idle);
59
Degree Celsius(Load)
➥ গেমিং পারফরমেন্স
যদিও এটি কোনো গেমিং পিসি না, তবুও এই পিসি দিয়ে ৭২০পি
রেজুলেশনে লো বা মিডিয়াম সেটিংসে কিছু গেমস এর পারফরমেন্স দেখুন। *(ইন্টারনেট থেকে
সংগৃহীত)
‣ GTA 5
– হাই
সেটিংসে ৬৪ FPS
‣ PUBG – লো
সেটিংসে ৩৯ FPS
‣ Watch Dogs 2
– লো
সেটিংসে ৩৪ FPS
‣ Battlefield
V – মিডিয়াম সেটিংসে ৪০ FPS
‣ Far Cry 5
– মিডিয়াম
সেটিংসে ৩৭ FPS
‣ The Division
2 – মিডিয়াম সেটিংসে ৪৫ FPS
➥ পরামর্শ
আপনি যদি টাইট বাজেটে অল্পসল্প গেমিং, ভিডিও এডিটিং বা
গ্রাফিক্যাল কাজগুলো করতে চান তাহলে এই পিসিটি আপনার জন্য। পোস্টে আমি বেস্ট
ভ্যালু ফর মানি কম্পোনেন্টগুলো দেয়ার চেষ্টা করেছি। তবুও পিসি কেনার আগে একবার
হলেও মার্কেট রিসার্চ করে নেবেন।
বায়িং গাইডটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। কোনো কিছু জানতে
বা জানাতে হলে নিচের কমেন্ট বক্সে লিখুন। আল্লাহ হাফেজ।
would you please check recent price and update the post. for your PC Builds you can use Ryans Computers.
ReplyDeleteThanks for your comment. I edited the post. Check now, if anything needs to be changed please reply here.
DeleteWrite your opinion