আমরা যারা ওয়েবসাইট বা ব্লগ নিয়ে কাজ করি তাদের বেশিরভাগই 404-Error Page এর বিষয়ে জানি। আমরা যদি কোনো ওয়েবসাইটের এমন একটি পেইজে প্রবেশ করতে চাই যে পেইজটি ওয়েবসাইটে নেই বা ডিলেট করা হয়েছে তাহলে অটোমেটিকভাবে রিডাইরেক্ট হয়ে আমাদের সামনে ওই ওয়েবসাইটের 404-Error Page টি ওপেন হবে।
যেমন ধরুন আপনি যদি ব্রাউজারে " www.facebook.com/amar-matha-mundu " ফেসবুকের এই অ্যাড্রেসটি টাইপ করেন তাহলে নিচের ছবির মতো একটি পেইজ দেখা যাবে, কারণ আপনার টাইপ করা পেইজটি ফেসবুকে নেই। এটিই ফেসবুকের 404-Error Page। আশা করি বুঝতে পেরেছেন।
যদিও ব্রাউজারগুলো ডিফল্টভাবেই একটি 404-Error মেসেজ দেখায়। তবুও অনেক ওয়েবসাইট তাদের ব্যবহারকারীদের জন্য কাস্টমভাবে 404-Error Page তৈ্রী করে। যাহোক, অনেক বকবক করে ফেললাম। এবার চলুন দেখে নিই Creative এবং Animated 404-Error Page টেমপ্লেটগুলো। প্রতিটি টেমপ্লেটের ডেমোর নিচে কোড কপি করার লিংক দেয়া আছে।
#1 Space 404 Page
#2 Ancient 404 Page
#3 Truck 404 Page
#4 Dark 404 Page
#5 Lost in Space 404 Page
#6 Classic 404 Page
#7 Bubbley 404 Page
#8 Pure CSS 404 Page
#9 Premium 404 Page
#10 Clean 404 Page
কেনো 404-Error Page ব্যবহার করবো?
↪ আপনি যেহেতু পোস্টটি পড়ছেন সেহেতু অবশ্যই আপনার একটি ওয়েবসাইট আছে বা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। তো মনে করুন, আপনি ওয়েবসাইটে কোনো কন্টেন্ট বা লিংক পাবলিশ করার কিছুদিন পর সেটি ডিলেট করে দিলেন। তখন কোনো ভিজিটর যদি সেই লিংকে ঢুকতে চায় তখন অবশ্যই সেখানে Error মেসেজ দেখাবে।
আপনার ওয়েবসাইটের 404-Error পেইজটি দেখতে যদি আকর্ষণীয় এবং সুন্দর হয় তাহলে ভিজিটর ওয়েবসাইটে এসেই চলে যাবে না। বরং সে আপনার ওয়েবসাইটটি ঘুরে দেখতে চাইবে। এছাড়াও সবাই চায় তার ওয়েবসাইটটি দেখতে সুন্দর এবং প্রফেশনাল লাগুক।
সুপ্রিয় পাঠক, পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোনো ভুল-ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।
5 Comments
xoss vhai... Apnr blog alltime follow kori.. ❤
ReplyDeletethanks vhai
Delete2 number ta vallagse...so funny
ReplyDeleteVhaire vhai. 1,2,3 number gula Xotill 👏
ReplyDeleteThank you brother
DeleteWrite your opinion