হ্যাল্লো জনগণ, আজকে আবারো চলে আসলাম নতুন একটি ব্লগার টেমপ্লেট নিয়ে। টেমপ্লেটটি দেখে " আমি দেড় মাসের মতো পাগল আছিলাম "। সিরিয়াসলি ব্রাদার? ব্লগারে ফেসবুকের মতো টেমপ্লেট হতে পারে আমার চিন্তাভাবনাতেও ছিলো না।
টেমপ্লেটটা ফেসবুকের হুবহু কপি। ফেসবুকের মতো এখানেও কমেন্ট, নোটিফিকেশন চেক, পোস্ট করা সহ আরো অনেক অনেক ফিচারে ভর্তি। কী? বিশ্বাস হচ্ছে না, তাই না? ভাবছেন, ব্লগারে এগুলো কীভাবে সম্ভব। মাথা ঠান্ডা করে নিচের " ডেমো " বাটনে ক্লিক করে দেখে আসুন আমার কথা ঠিক কী না।
টেমপ্লেটটির মোবাইল এবং ডেস্কটপ ভার্সন একদম ফেসবুকের মতো। বিশেষ করে ডেস্কটপ ভার্সনে এটিকে বেশি জোস লাগে। আশা করি ইতিমধ্যেই ডেমো দেখে নিয়েছেন। এই টেমপ্লেটটি ব্যবহার করে আপনার বন্ধুদের চমকে দিতে পারেন।
আসল ফেসবুক হোমপেইজ এবং এই টেমপ্লেটের মধ্যে পার্থক্য দেখুন।
![]() |
ফেসবুক ব্লগার টেমপ্লেট |
এখানে আপনার ব্লগের পোস্টগুলো ফেসবুক পোস্টের মতো দেখাবে।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাইরেক্ট ডাউনলোড করে ফেলুন অসাধারণ এই টেমপ্লেটটি।
এই টেমপ্লেটের ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। আপনি দেখলেই বুঝে যাবেন এতে কী কী ফিচার রয়েছে। টেমপ্লেটের ডিফল্ট ল্যাংগুয়েজ হিসেবে ভিয়েতনামিস ব্যবহার করা হয়েছে। সম্ভবত ভিয়েতনামের কোনো ডেভেলপার এটি বানিয়েছে। আমি বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে যেয়ে এই টেমপ্লেটটি পেয়েছি, তাই এর জন্ম-পরিচয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই।
এই পোস্টটি দেখুনঃ ১০ টি সেরা AMP ব্লগার টেমপ্লেট ফ্রী ডাউনলোড
টেমপ্লেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আপনাদের একটি কমেন্ট আমাকে একটি ভালো আর্টিকেল লিখার জন্য মোটিভেট করে। আমি বেশ কয়েকদিন ব্লগে অ্যাকটিভ ছিলাম না, তবে এখন থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ে পোস্ট করার চেষ্টা করবো। সাথেই থাকুন। ধন্যবাদ।
0 Comments
Write your opinion