ওয়েব ডিজাইনের জন্য HTML ও CSS
এর
গুরুত্ব আমরা সবাই জানি। ওয়েব ডিজাইন শিখতে গিয়ে বা কাজ করতে গিয়ে অনেকেরই বিভিন্ন
ধরনের সমস্যা হয়। আমি যখন ওয়েব ডিজাইন শেখা শুরু করেছিলাম তখন মাঝেমধ্যেই CSS লিখতে গিয়ে কনফিউজড হয়ে
যেতাম। ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে সবচেয়ে সহজ বিষয় হলো HTML এবং CSS। তাই ভাবলাম, নতুনদের
জন্য এই সহজ বিষয়টিকে আরো এক ধাপ সহজ করতে পারলে মন্দ হয় না।
কাদের জন্য এই পিডিএফ?
যারা ওয়েব ডিজাইন শিখছেন তাদের জন্যই আজকের এই পোস্ট। মাঝে মাঝে HTML, CSS নিয়ে কাজ করার সময় কিছু কিছু ট্যাগ মাথা থেকে বের হয়ে যায়। আবার যারা সবেমাত্র শেখা শুরু করেছেন তাদের অনেকেই সবগুলো ট্যাগ মনে রাখতে পারেন না।
আরো পড়ুনঃ আমার দেখা সেরা ১০ টি 404-Error Page টেমপ্লেটতাই আজকে HOSTINGER প্রকাশিত HTML এবং CSS এর দুইটি পিডিএফ ফাইল শেয়ার করবো যেখানে HTML , CSS এর সবগুলো ট্যাগ এবং ট্যাগগুলোর কাজ শীট আকারে দেওয়া আছে। আশা করি এটি আপনাকে ওয়েব ডিজাইনিং এ কিছুটা হলেও সাহায্য করবে।
➥ডাউনলোড (HTML) - size: 332 kb
➥ডাউনলোড (CSS) - size: 684 kb
পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামীতে ওয়েব ডিজাইনারদের জন্য আরো অনেক টুলস এবং টিপস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। খোদা হাফেয।
0 Comments
Write your opinion