স্পেশাল ব্লগার টেমপ্লেটের টাইটেল দেখে যেহেতু ক্লিক করেই ফেলেছেন, আপনাকে আর খালি হাতে ফেরত যেতে দেবো না। আজকের এই পোস্টে আমি শেয়ার করবো গরম গরম ৫ টি স্পেশাল ব্লগার টেমপ্লেট। বিভিন্ন টেমপ্লেট শেয়ারিং সাইটে অভিযান চালিয়ে এই ৫ টি টেমপ্লেট খুঁজে বের করেছি। ভাবলাম টেমপ্লেটগুলো ব্লগে শেয়ার করা যাক। আশা করছি টেমপ্লেটগুলো আপনাদের ভালো লাগবে।
প্রতিটি টেমপ্লেটের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর নিচে টেমপ্লেটের ডেমো এবং ডাইরেক্ট ডাউনলোড বাটন তো আছেই। তাহলে চলুন বেশি দেরী না করে দেখে নেই মশলাদার সেই টেমপ্লেটগুলো।
প্রথমে একনজরে সবগুলো টেমপ্লেটের নাম দেখে নেইঃ
১ . গুগল ক্রোম ব্লগার টেমপ্লেট
২ . ফেসবুক স্টাইল ব্লগার টেমপ্লেট
৩ . গুগল প্লে-স্টোর ব্লগার টেমপ্লেট
৪ . ইউটিউব স্টাইল ব্লগার টেমপ্লেট
৫ . গুগল প্লাস প্রোফাইল ব্লগার টেমপ্লেট
বিঃদ্রঃ এখানে কোনো টেমপ্লেটের মালিকানা আমার নয়। সবগুলোই আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এবং টেমপ্লেটগুলোতে আমি কোনো প্রকার এডিট করি নি। তাই এগুলোর জন্য আমার কোনোপ্রকার দায়দায়িত্ব নেই।
➜ গুগল ক্রোম ব্লগার টেমপ্লেট
মোবাইল বা ডেস্কটপ সবখানেই গুগল ক্রোম আমাদের নিত্যদিনের বন্ধু। কেমন হবে যদি আপনি ব্লগারেই ক্রোম এর মতো একটি সাইট বানিয়ে ফেলতে পারেন। এই টেমপ্লেটটি দিয়ে আপনি সহজেই গুগল ক্রোমের স্টাইলে ব্লগ বানাতে পারেন। শুধুমাত্র টেমপ্লেটটি ডাউনলোড করে ব্লগে আপলোড করলেই আপনার কাজ শেষ।
➜ ফেসবুক স্টাইল ব্লগার টেমপ্লেট
এটি নিয়ে আমাদের ব্লগে ইতিমধ্যেই একটি পোস্ট করা আছে। ফেসবুক টেমপ্লেট সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি দেখুনঃ ডাউনলোড করুন ফেসবুক ব্লগার টেমপ্লেট । অসাধারণ সব ফিচারসহ
➜ গুগল প্লে-স্টোর ব্লগার টেমপ্লেট
এই টেমপ্লেটটি হুবহু গুগল প্লে স্টোর মোবাইল ভার্সনের মতো। টেমপ্লেটটি সংগ্রহ করে রাখতে পারেন। ভবিষ্যতে কাজে লাগতে পারে।
➜ ইউটিউব স্টাইল ব্লগার টেমপ্লেট
ইউটিউব স্টাইল টেমপ্লেটটি যদিও বর্তমান ইউটিউব হোমপেইজের মতো না, তবুও এটি অনেকটা ইউটিউব এর মতো ফিল দেয়। অনেক খোজাখোজি করেও ইউটিউবের মতো হুবহু ব্লগার টেমপ্লেট পাই নি। " নাই মামার চেয়ে কানামামা ভালো " , তাই আপাতত এটিই শেয়ার করলাম।
➜ গুগল প্লাস প্রোফাইল ব্লগার টেমপ্লেট
গুগল প্লাসের নাম শুনেছেন? যেটি কয়েক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। এই টেমপ্লেটটি গুগল প্লাস প্রোফাইলের ডিজাইনে বানানো হয়েছে।
আগামীতে আরো ভালো মানের এবং ইউনিক ডিজাইনের টেমপ্লেট শেয়ার করার চেষ্টা করবো। আর হ্যাঁ, টেমপ্লেটগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। এছাড়াও কোনো প্রিমিয়াম টেমপ্লেট ফ্রীতে লাগলে সেটিও আমাকে জানাতে পারেন। সাধ্যমত চেষ্টা করবো ইনশাল্লাহ।
➜ নোটিশ
আপনি যদি রিজনিস্টিক ব্লগে বাংলা ভাষায় ইন্টারনেট বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে লেখালেখি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন।
1 Comments
Osthir vhai..apnake mail korechi...check please
ReplyDeleteWrite your opinion