তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইন্টারনেটের কিছু অদ্ভুত ওয়েবসাইট যেগুলো আপনাকে অবাক করার জন্য যথেষ্ট। লেটস গেট স্টারটেড।
বিমান বন্দরের কর্মীদের মত বিমান চলাচল দেখতে চাইলে এই সাইট কাজে আসবে। এর মাধ্যমে বিশ্বের কোথায় কোথায় প্লেন চলাচল করছে এবং সেগুলোর বর্তমান অবস্থান দেখতে পারবেন। বিমান চলাচল দেখতে এখানে প্রবেশ করুন।
2. নো (No)
আপনি কী কোনো কিছু নিয়ে অনেক বিরক্ত? তাহলে এই সাইটে যান। এই সাইট আপনার হয়ে বিরক্তি প্রকাশ করে দিবে। কী অদ্ভুত ব্যাপার! তাই না? সাইটে যেতে এখানে ক্লিক করুন।
3. হোয়াট ফন্ট ইজ (What Font is)
আমরা বিভিন্ন ছবিতে বা লেখাতে বিভিন্ন ফন্ট দেখে থাকি। তখন আমরা সেই ফন্টগুলোর নাম জানতে চাই। এর জন্য আপনাকে এখানে যেতে হবে।
অল্প সময়ের জন্য একটি মেইল এড্রেস পেতে চাইলে এই সাইট আপনার অনেক কাজে লাগবে। ব্রাউজারে থাকা ট্যাবটি রিমুভ করার আগ পর্যন্ত এই ইমেইল ব্যবহার করতে পারবেন। কেটে দিলে আবার নতুন আরেকটি ইমেইল পাবেন। সাইটে যেতে এখানে ক্লিক করুন।
5. জুমকুইল্ট (Zoom Quilt)
ছোটবেলায় রুপকথার দেশের নাম শুনেছেন? এই সাইট প্রবেশ করলে আপনার মনে হতে পারে কোনো রূপকথার জগতে প্রবেশ করেছেন। সাইটি লোড হতে একটু সময় নিতে পারে কিন্তু এটি সত্যিই অসাধারণ। এখানে ক্লিক করে রুপকথার দেশে চলে যান।
6. লাইভ এয়ার ট্রাফিক কন্ট্রোল (Liveatc)
আমার কাছে এই ওয়েবসাইটটি অনেক ইন্টারেস্টিং লেগেছে। এই সাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন এয়ার ট্রাফিক টাওয়ার থেকে প্রেরণ করা অডিও সরাসরি শোনা যায়। একবার ট্রাই করেই দেখুন। এখানে ক্লিক করে ঘুরে আসুন এই সাইট থেকে।
7. স্টার (Stars)
এই ওয়েবসাইটের মাধ্যমে মহাবিশ্বের বিভিন্ন গ্রহ নক্ষত্রের ত্রিমাত্রিক চিত্র দেখতে পারবেন। বিজ্ঞানপ্রেমীদের এটি অনেক পছন্দ হবে। এখানে ক্লিক করে ঘুরে আসুন এই ওয়েবসাইট থেকে।
8. পয়েন্টার পয়েন্টার (Pointer Pointer)
ওয়েবসাইটটিতে ঢুকে ওয়েবপেইজে মাউস পয়েন্টার যেখানেই নেয়া হবে সেখানেই আঙুল দিয়ে কিছু একটা ‘নির্দেশ’ করার মতো ছবি ওপেন হবে। মাউস পয়েন্টার যেখানেই ধরা হবে সেখানেই আঙুল দিয়ে ‘নির্দেশ’ করার অংশটি থাকবে। খুবই অদ্ভুত একটি ওয়েবসাইট এটি। ওয়েবসাইটের লিংক - Pointer Pointer
9. প্রাচীন পৃথিবী (Ancient earth Globe)
ওয়েবসাইটটিতে ঢুকে প্রথমে চোখের সামনে মহাবিশ্ব ছাড়া কিছু বোঝাই মুশকিল। কিন্তু ওয়েবপেইজটির ডান পাশের উপরের কর্নার থেকে Remove Clouds এ ক্লিক করতেই ৬০০ মিলিয়ন বছর আগের পৃথিবীর একটি ত্রিমাত্রিক নকশা ওপেন হবে।
আসলে ওয়েবসাইটটি হল ৬০০ মিলিয়ন বছর আগের First Multicellular Life থেকে ৬৫ মিলিয়ন বছর আগের ডাইনাসোর বিলুপ্তি হয়ে বর্তমান পৃথিবীর একটি ত্রিমাত্রিক নকশা। প্রতিটি নকশা জুম করে দেখা যায়।
৬০০ মিলিয়ন বছর আগে পৃথিবী কেমন ছিল এবং পরিবর্তিত হতে হতে বর্তমানে কেমন হলো সেগুলো বাম পাশের নিচের কর্নারে বিস্তারিত সহ জানা যায়। বিস্ময়কর শিক্ষণীয় এই ওয়েবসাইটের লিংক - Ancient Earth।
10. প্রবন্ধ লেখক (Essay Typer)
অনলাইনে নির্ভুলভাবে Essay বা ইংরেজি প্রবন্ধ লেখার জন্যে সবচেয়ে সহজ ওয়েবসাইট এটি। ওয়েবসাইটটিতে ঢুকে যেকোন একটি শব্দ লিখে এন্টার চাপলেই .doc পেইজ খুলে যাবে। সেখানে কী-বোর্ড থেকে যা ইচ্ছে টাইপ করে গেলেও নির্ভুলভাবে একটি প্রবন্ধ প্রিন্ট হতে থাকবে।
সবচেয়ে মজার ব্যাপার হল কী-বোর্ডে যা ইচ্ছে তা টাইপ করলেও প্রবন্ধটি প্রিন্ট হওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে। ওয়েবসাইটের লিংক - EssayTyper।
11. ওয়েভ সিল্ক (Weave Silk)
11. ওয়েভ সিল্ক (Weave Silk)
ওয়েবসাইটটিতে ঢুকে আপনি ইচ্ছামত বিভিন্ন ডিজাইন তৈরী করে নিতে পারেন। শুধুমাত্র কার্সর দিয়ে ইচ্ছামতো ঘোরালেই অসাধারণ সব ডিজাইন নিজে নিজেই তৈরী হয়ে যাবে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। ওয়েবসাইট লিংক - Weave Silk
12. You're Getting Old
এই ওয়েবসাইট দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। এই ওয়েবসাইটে গিয়ে আপনার জন্মতারিখ লিখার পর তারা আপনাকে এমন সব গাণিতিক হিসাব দেখাবে যা আপনি কখনো ভাবতেও পারেন নি।
এমনকি দুজন বিখ্যাত ব্যক্তি কিভাবে আপনার জন্মদিনের সাথে জড়িত হতে পারে তাও হাতে কলমে দেখিয়ে দিবে। ওয়েবসাইট লিংক - You're Getting Old আপনারাই দেখে নিন। যেমন: আমারটা —
এটি কিছুটা আরটিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ধরনের। এখানে, আপনি 20 সেকেন্ডে যেকোনো কিছু আঁকার সুযোগ পাবেন। নিজের ইচ্ছামতো যেকোনো কিছু আঁকতে পারবেন। তবে, একটু পরই অবাক হয়ে যাবেন।
15. ৯ আইজ (9 Eyes)
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রাস্তায় ঘটে যাওয়া বিভিন্ন মজার মজার ছবি দেখতে পারবেন। এটি সত্যই অনেক মজাদার। বিনোদন পেতে চাইলে এখানে ক্লিক করুন।
13. The Million Dollar Homepage
ওয়েবসাইটটি নিয়ে একটি বড়সড় কাহিনী আছে। বলছি শুনুন, এই ওয়েবসাইটটির মাধ্যমে একজন 21 বছরের ছাত্র মিলিয়নিয়ার হয়েছিল। অনেকেরই শুনতে অবিশ্বাস্য লাগবে। ছাত্রটির নাম ছিলো Alex Tew। সে ইংল্যান্ডে বসবাস করত।
সেটা 2005 সালের কথা। অ্যালেক্সের আগে থেকেই ছিল মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন। এসময় ইউনিভার্সিটির খরচ তার স্বপ্নকে সত্যি করতে অনুপ্রাণিত করেছিল। তখন সে একটা বিকল্প রাস্তা অবলম্বন করল। সে একটা ওয়েবপেজ তৈরি করে সেখানে 1000×1000 পিক্সেল তৈরি করল।
এই পিক্সেলগুলো বিভিন্ন প্রতিষ্ঠান বা ওয়েবসাইট ক্রয় করার সুযোগ পেত। প্রতি পিক্সেলের দাম $1. যারা ক্রয় করত অ্যালেক্স তাদের প্রতিষ্ঠানের লোগো বা অন্য কোনো ছবি ঐ পিক্সেলে যোগ করে দিতো এবং ঐ প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সাথে লিংক করে দিতো। কিছুটা অ্যাড দেখানোর মতো। এভাবে কিছুদিনের মধ্যেই এটি ইন্টারনেটের ভাইরাল টপিকে পরিণত হল।
আস্তে আস্তে অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান $1 দিয়ে পিক্সেল কিনতে থাকল। তবে সর্বশেষ 1000 টি পিক্সেল কেনার জন্য আবেদন জমা পড়েছিল অসংখ্য। ফলে অ্যালেক্স ইবে (e-bay) তে নিলামের আয়োজন করল।
শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে সবগুলো পিক্সেল বিক্রি হয়ে গেল। সর্বশেষ পিক্সেলটি বিক্রি হয়েছিলো $38,100! আর এভাবেই তার পকেটে গেল $1,037,100!
ওয়েবপেজ লিংক - MillionDollarHomePage
14. Quick Draw
এটি কিছুটা আরটিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ধরনের। এখানে, আপনি 20 সেকেন্ডে যেকোনো কিছু আঁকার সুযোগ পাবেন। নিজের ইচ্ছামতো যেকোনো কিছু আঁকতে পারবেন। তবে, একটু পরই অবাক হয়ে যাবেন।
কারণ, আঁকা শুরুর সাথে সাথেই একটি কণ্ঠস্বর আপনি কি আঁকছেন তা বর্ণনা করতে থাকবে। সত্যিই অসাধারণ! ওয়েবসাইট লিংক - Quickdraw
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রাস্তায় ঘটে যাওয়া বিভিন্ন মজার মজার ছবি দেখতে পারবেন। এটি সত্যই অনেক মজাদার। বিনোদন পেতে চাইলে এখানে ক্লিক করুন।
উপরের এই ১৫ টি ওয়েবসাইট ছাড়াও ইন্টারনেটে আরো অনেক অদ্ভুত ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে বিস্মিত করতে পারে।
আজ এই পর্যন্তই, সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোস্টটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, আপনি যদি আমাদের সাইটে লেখালেখি করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন।
== credit: quora.com ==
0 Comments
Write your opinion